বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া-কর্ণফুলী উপজেলাধীন কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ হোসেন আহাম্মদ (৪৫) নামক এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে নগর পুলিশ।

কৃত্রিম পা নিয়ে এই রোহিঙ্গা ২ হাজার পিস ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছিল গতকাল রবিবার রাতে।

নগরীতে প্রবেশের সময় শাহ আমানত সেতু এলাকা থেকে হোসেন আহাম্মদকে গ্রেফতার করে বাকলিয়া থানার একদল পুলিশ। হোসেন আহাম্মদ টেকনাফের থাইংখ্যালী রোহিঙ্গা ক্যাম্পের নূর আহাম্মদের পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, গতকাল রবিবার রাতে টেকনাফ থেকে বাসে এসে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় নেমে ষ্ট্র্যাচারে ভর দিয়ে হোসেন আহাম্মদ হেঁটে যাচ্ছিল বলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা নিশ্চিত করে বলেন, বাকলিয়া থানা পুলিশ ঐদিন রাতে ডিউটি পালনকালে হোসেন আহাম্মদকে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে থামিয়ে কথা বলতে চাইলে এক পর্যায়ে তিনি নিজেই ২ হাজার পিস ইয়াবা বের করে দেন বলে জানান।

হোসেন আহাম্মদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

এছাড়াও ইয়াবা পাচার ও ব্যবসায়ী হোসেন আহাম্মদের সাথে পটিয়ার শান্তির হাট, কোলাগাঁওয়ের টেক, পাঁচুরিয়ার মোড়, মইজ্জ্যার টেক, বাদামতল, মনসার টেক, গৈড়লার টেক, আমজুর হাট, কাগজী পাড়া, কমল মুন্সির হাট, খরনার রাস্তার মাথা, ভাইয়ার দিঘীর পাড়, নয়া হাট, পটিয়া বাস ষ্টেশন, বিজিসি ট্রাস্ট সংলগ্ন রৌশন হাটের ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার গোপন যোগাযোগ ও ইয়াবা ব্যবসা রয়েছে বলে সূত্রে জানা গেছে।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত