![উলিপুরে ১০ টাকা কেজি চাল বিক্রি নিয়ে সুধি সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/sova_abnews_127735.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিষয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম আমিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীতেন্দ্র নাথ, স্বপন কুমার সরকার, বজরা এল কে আমিন স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক।
আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তুমুল আমিন, ফেয়ার প্রাইজ ডিলার বিমল কুমার সাহা, সকল ইউপি সদস্যসহ বিভিন্ন স্তরের লোকজন।
বক্তরা বলেন, কোনো মহল চাল বিক্রি নিয়ে যাতে ষড়ষন্ত্র করে সরকারের ভাবমুর্তি নষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি