![ঝিনাইদহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/songbordhona_abenws_127736.jpg)
ঝিনাইদহ, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পোড়াহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শওকত আলী, আলী আজম প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের ১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে মাসিক উন্নয়ন সমন্বয় ও এস ডি জি সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি