![কচাকাটায় পাকা করণের দাবীতে সড়কে চারা রোপণ ও অবরোধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/kurigram_127737.jpg)
কচাকাটা (কুড়িগ্রাম), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সড়ক পাকা করণের দাবীতে ধানের চারা রোপন এবং যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে দুই ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয় নাগেশ্বরীর কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের হায়দারিয়া বালিকা দাখিল মাদ্রাসা মোড়ে। এসময় সড়কে ধান চাষ এবং যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শত শত জনতা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী দুলাল খান, মুক্তিযোদ্ধা শামসুল হক, চিকিৎসক শহীদ আলী, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শাহীন আলোম সাবেক ইউপি সদস্য শুকুর আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে সড়ক মেরামতসহ পাকা করণের দাবী জানান।
জানা যায়, বলদিয়া ইউনিয়নের তালতলা পুকুর পাড় হতে শাহিবাজার পর্যন্ত তিন কিলোমিটার সংযোগ সড়কটি র্দীঘদিন থেকে সংস্কার হয়না এবং বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের অনপুযোগী হয়ে পড়ে। অন্যদিকে বন্যায় পার্শবর্তি সড়ক ও জনপদের তালতলা ব্রিজ ভেঙ্গে পড়ায় সকল যানবাহন এই সড়কে চলাচল শুরু করে। এতে সড়কটির অবস্থা আরো খারাপ হয়ে যায়।
খানা খন্দ ও ধুলোর স্তুপের সড়কটি সোমবার সকালের বৃষ্টিতে কাদার ভাগারে পরিণত হয়। ফলে চরম দূর্ভোগে পড়ে পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন প্রকার যানসহ ৫ ইউনিয়নের লক্ষাধীক মানুষ। এলাকাবাসীর দাবী বর্ষা মৌসুমের আগেই সড়কটি পাকা করবে কর্তৃপক্ষ।
এবিএন/মিলন/জসিম/তোহা