![সদরপুরে ইউনিয়ন পরিষদের জায়গা পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127738.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নতুন ভবন তৈরীর জায়গা আজ সোমবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সদ্য পদোন্নতি হওয়া দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এছাড়াও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জে হোসেন।
এসময় তিনি চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা মোড় এলাকা ও জরাকীর্নি ইউনিয়ন পরিষদ গাবতলার জায়গা পরিদর্শন করেন। এসময় দুই অঞ্চলের জনগনই দাবী তুলেন। তবে এলাকার জনগন জানাই বর্তমানে পরিষদ টি ইউনিয়নের জনগনের জন্যে একমুখী হয়ে আছে। খেজুরতলা মোড় এলাকায় করা হলে পুরো ইউনিয়নের জনগনের জন্যে ভালো হবে। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের ভবন,যাতায়াতের জন্যে ব্রীজ ইতোমধ্যে বরাদ্দ টেন্ডার দিয়েছে সরকার।
এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা