![বন্দরে মাদকসহ গ্রেফতার ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/atok-abn-gaza_127739.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী দম্পতি।
ওই সময় পুলিশ ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজী গাঁজা ও ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার বিকেলে বন্দর থানার কুমাড় পাড়া ও ঘারমোড়া এরাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৫৯(২)১৮ ও ৬০(২)১৮।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস রোববার বিকেলে বন্দর থানার ২২ নং ওয়ার্ডস্থ কুমারপাড়া এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী রিপনের বাড়িতে অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী রিপন ও তার স্ত্রী ঝড়া কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও পুলিশ ওই ঘরে তল্লাশী চালিয়ে ২ কেজী গাঁজাসহ নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল (১৮) বন্দর র্যালী আবাসিক এলাকার বাবুল মিয়া বাড়ি ভাড়াটিয়া নাজিম উদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হারুন (২৮) এবং দড়ি সোনাকান্দা এলাকার মিজান মিয়ার ছেলে ইব্রাহীম (১৮)কে গ্রেফতার করে।
এছাড়াও গতকাল রবিবার রাতে বন্দর থানার সেকেন্ড অফিসার আব্দুল আল মামুনসহ সঙ্গীয় র্ফোস ঘারমোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে আব্দুল আলী (২৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি