![বন্দরে চায়না হত্যা মামলায় মহিলাসহ আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/atok1_127741.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দরে সালাউদ্দিন ওরফে চায়না (৫০) হত্যা মামলার সন্দেহে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে বন্দর থানার ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বন্দর থানার ঘারমোড়া কাজীপাড়া এলাকার মাইনুদ্দিন আহম্মেদের ছেলে মেহেদী হাসান (২৪) চর ঘারমোড়া এলাকার আলাউদ্দিন মিয়ার স্ত্রী শ্যামলী (৩৮) ও দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত তালেব মিয়ার ছেলে এমদাদ হোসেন (৪৮)।
চায়না হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার অফিসার ইনর্চাজ শাহিন মন্ডল আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আজ সোমবার বিকেলে স্থানীয় পঞ্চায়েতের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গত বুধবার রাতে আজ্ঞাত দূবৃত্তরাকারীরা ঘারমোড়া এলাকার মৃত শাহাবুদ্দিন সরদারের ছেলে সালাউদ্দিন ওরফে চায়নাকে হত্যার পর লাশ ঘুম করার জন্র মদনগঞ্জ সরকারী খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি