বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিজয়নগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজয়নগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজয়নগর (ব্রা‏হ্মণবাড়িয়া), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ ”এই স্লোগানকে সামনে নিয়ে ব্রা‏হ্মণবাড়িয়ার বিজয়নগওে দুই দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল কাদির এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য সৈয়দা নাকলু আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন, কৃষি কর্মকর্তা মসকর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, ব্রা‏হ্মণবাড়িয়া পলিটেকনিক ইস্টটিউটের প্রভাষক শরিফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ ইমরান খানঁ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।

এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এবিএন/এস এম টিপু চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত