
জামালপুর, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহ উপজেলার সাদিপাটি গ্রামে জন্মগ্রহণ করেন মো. আ. ছালাম। ১৯৭১ সালে দেশকে যখন শত্রুরা আক্রমণ করে তখন অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি।
৭১’ এ লড়াই করেছেন দেশকে শত্রুদের হাত থেকে মুক্ত করার জন্য। আর এখনও লড়াই করে যাচ্ছেন জীবন সংগ্রামে টিকে থাকার জন্য। বয়সের ভারে এখন কর্মক্ষেত্রে যেতে পারেন না সাহসী এই বীর মুক্তিযোদ্ধা। সন্তানদের নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন তিনি। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের জন্য আবেদন করেছেন মুক্তিযোদ্ধা আ. ছালাম।
তিনি আবেদন পত্রে উল্লেখ করেন, বর্তমানে আমি আমার স্ত্রী-সন্তানদের নিয়ে টনকী বাজার, মেলান্দহ, জামালপুর জনাব গোলাম মোস্তফার বাড়ী ভাড়া নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। বর্তমানে আমি বয়সের ভারে কোনো কর্ম করতে পারি না। আমার ৭৯ বছর বয়সে নিজের বলতে কোনো বসতভিটা বা ঘর-বাড়ী নেই। জাতির পিতার স্বাধীনতার ডাকে একজন অকুতোভয় বীর সৈনিক হিসেবে মৃত্যুর আগে নিজের মাথা গোজার একটু ঠাঁই নিয়ে সম্মানজনকভাবে মরতে চাই।
এদিকে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে আবেদন পত্রটি গ্রহণ করেছে বলে জানা গেছে। এলাকার সুধীমহল ৭১’ এর রণাঙ্গনের এই বীর সেনার আবেদনে সাড়া দিয়ে তার স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এবিএন/মাইকেল/জসিম/এমসি