রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় আ.লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

পাইকগাছায় আ.লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

পাইকগাছায় আ.লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

পাইকগাছা (খুলনা), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানের মালামাল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, জেলার পাইকগাছার রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আ’লীগনেতা আরশাদ আলী বিশ্বাস (৪৫) এর বাড়ীর পাশে শ্রীকণ্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন মোড়ের মুদির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে আরশাদ আলী বাড়ীতে যান।

পরের দিন আজ সোমবার ভোরে নামাজ পড়তে এসে পাশ্ববর্তী চায়ের দোকানদার আয়ুব আলী সরদারের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও আগুনে দোকানের কাঠের বাক্সে রাখা নগদ টাকা, ৪টি জমির দলিল, ১৫টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ৪টি চেক, ১টি ল্যাপটপ, ২টি মামলার প্রতিবেদন, কয়েকটি মামলার নথি, ডিসিআর কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

আ.লীগ নেতা আরশাদ আলী জানান, তার দোকানের চারিপাশে পাকা দেওয়াল দেওয়া। তবে দোকানের পিছনের পাশে একটি ছিদ্র রয়েছে। শত্রুতা করে কেহ ছিদ্র দিয়ে পেট্রোল স্প্রে করার মাধ্যমে আগুন লাগাতে পারে বলে তিনি ধারণা করছেন।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার। এ ঘটনায় আজ সোমবার আরশাদ আলী বিশ্বাস থানায় জিডি করেছেন। যার নং-১১৬৯, তাং ২৬/২/২০১৮ইং।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত