![ঝালকাঠিতে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/rally-abnews_127753.jpg)
ঝালকাঠি, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ-র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির পালনে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে।
পুলিশের হামলায় ও লাঠিচার্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে। আজ সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সামনে এগোতেই বিনাকারনে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় নেতাকর্মীরা সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মিছিলের উপর লাঠিচার্জ শুরু করে। এক পর্যায় পুলিশের লাঠিপেটায় মিছিলে অংশ গ্রহণকারী নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ তাদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও যুবদল নেতা আবদুল বারেকসহ ছয়জন আহত হন।
জেলা বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ করেন, বিএনপি আহুত শান্তিপূর্ন বিক্ষোভ কর্মসূচীতে শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনী বিনাউষ্কানীতে হামলা ও লাঠিচার্জ করে ৬ জন নেতাকর্মীকে আহত করেছে। সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে একটি কেঙ্গারু আদালতে প্রহসনের বিচার দেখিয়ে অন্যায় ভাবে কারাবন্ধী রাখার ও সেই সুযোগে আরো একটি বিনাভোটের নির্বাচন সাজিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
যতো অত্যাচার, খুন-গুম আর জেলজুলুম চালানো হোক না কেনো দেশনেত্রীর আদর্শে সন্তানেরা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। সেই সাতে আওয়ামী কারাগার ভেঙ্গে মাটি-মানুষের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে পুনরায় বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে।
মিছিলের উপর লাঠিচার্জ বিষয়ে ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি