বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচাঁমাদিয়া নামক স্থানে গাংনী থানার এন,পি (নওদাপাড়া পিরতলা) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস উল্টে ডোবায় পড়ে ২৭ শিক্ষার্থী আহত হয়েছে।

জানা যায়, আজ সোমবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার পচামাদিয়া রাস্তায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার এন,পি (নওদাপাড়া পিরতলা) মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইটা মিনিবাসে ১০০জন ছাত্র/ছাত্রী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিড়িয়াখা ও শিশু পার্কে শিক্ষা সফরে যাওয়ার সময় রাস্তায় ইট ভাটার পড়ে থাকা মাটির কারনে দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে এন,পি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, রাস্তায় পড়ে থাকা মাটি কাঁদায় পরিণত হওয়ায় মেয়েদের বহন করা বাসটি স্লীপ করে খাদে পড়ে যায়।

তিনি আরোও বলেন, দুর্ঘটনার কারণে আমার স্কুলের ২৭ জন ছাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পচাঁমাদীয়া গ্রামের আবাদী জমি থেকে ইট ভাটার মাটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ীতে আনা নেওয়ার ফলে রাস্তায় মাটি পড়ে থাকে। আর সেই পড়ে থাকা মাটি গত রাতে বৃষ্টির কারণে কাঁদায় পরিণত হয়েছে। যার কারণেই রাস্তায় স্লীপ করে শিক্ষা সফরে যাওয়া মেয়েদের বাসটি খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত