![হাতীবান্ধার মাদক ব্যবসায়ী ঝিলিক বাপ্পী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/atok2_127760.jpg)
লালমনিরহাট, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী বাপ্পী দাস ওরফে ঝিলিক বাপ্পীকে হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় হাজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাপ্পী ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীপদ দাসের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার জানান, বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। একাধিক বার গ্রেফতার হয়ে জেল-হাজতে গেলেও জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসা ও চুরির সাথে জড়িয়ে পড়েন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় তাকে ২ গ্রাম হিরোইন ও ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি