![শ্রীমঙ্গলের বিটিঅারঅাই উদ্ভাবন করেছে ২৩ রকমের ভ্যালু এ্যাডেড চা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/srimongol-brti_127781.jpg)
শ্রীমঙ্গল, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট ( বিটিঅারঅাই) ইতোমধ্যে ২৪ রকমের ভ্যালু এ্যাডেড চা উদ্ভাবন করেছে।
গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্টিত তিনদিনব্যাপি 'বাংলাদেশ টি এক্সপো ২০১৮'-তে এসব চা প্রদর্শন ও বিক্রয় করা হয়। বিটিঅারঅাই - এর স্টলে এসব চা প্রদর্শন ও টি রিসোর্টের স্টলে এই চা প্রচুর পরিমানে বিক্রি হতে দেখা গেছে।
বিটিঅারঅাই সুত্র জানায়, ২৩ প্রকারের চায়ের মধ্যে রয়েছে-- সাতকরা টি, লেমন টা, গ্রিণ টি, হোয়াইট টি, ওলং টি, লেমন গ্রাস টি, রোজ ফ্লেভারড টি, অাইস টি, তুলসি টি, বাসক টি, অরেঞ্জ টি, পুদিনা টি, ত্রিফলা টি, দারুচিনি টি, স্টেভিয়া টি, হোউল লিফ টি, মাসালা টি, জিনজার টি, এ্যালাচি টি, এ্যালোভেরা টি, ও পিকল টি।
সুত্র জানায়, বাংলাদেশ চা বোর্ড পরীক্ষামুলকভাবে অাকর্ষণীয় মোড়কে এসব চা বাজারজাত শুরু করেছে। চা প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চট্টগ্রামে বাংলাদেশ চা বোর্ড কার্যালয়, শ্রীমঙ্গলের টি রিসোর্ট এণ্ড মিউজিয়াম, এ টেস্ট অব টি ট্রেডিশন, শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং হোটেল রেডিসন ব্লু, ঢাকায় এসব চা পাওয়া যাচ্ছে।
চা পানের উপকারিতা সম্পর্কে বিটিঅারঅাই সুত্র জানায়, চা শরীর ও মনকে চাঙ্গা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ক্ষয়রোধ ও রোগজীবানুর সংক্রমন থেকে দাঁত রক্ষা করে, ক্যানসারের ঝুঁকি কমায়, শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে, অাথ্রাইটাস রোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায় এবং গ্লুকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর