![মিরসরাইয়ে লরি-ট্রাক সংঘর্ষ : নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/road-accident@abnews24_127783.jpg)
চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি, এবিনউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে লরিচালকসহ ২ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন লরিচালক আবুল কাশেম (৩৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, দুটি গাড়ি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাইয়ের কমলদহ এলাকায় একটি গাড়িকে অপরটি পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে লরিচালকসহ ২ জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ২ ব্যক্তির লাশ এবং গাড়িগুলো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই জাকির হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ