![গোদাগাড়ীতে হেরোইনসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/babuberin_127788.jpg)
গোদাগাড়ী, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ একজনকে আটক করেছে অপস্ এন্ড ইন্টিলিজেন্স সেল -৪ এপিবিএন বগুড়া জোনের সদস্যরা।আটককৃত ব্যাক্তি হলেন গোদাগাড়ী পৌর এলাকার সসারাংপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪৫)।
এপিবিএন এর এসআই আতাউর রহমান জানান, গতকাল সোমবার বেলা ৪ টায় অভিযান চালানোর সময় চাঁপাই নবাবগঞ্জ টু রাজশাহী মহাসড়কে হেটে যাওয়ার সময় সন্দেহ করে দেহ তল্লাশী করে ২০ গ্রাম হেরোইনসহ রফিককে আটক করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে ঐ ব্যক্তির দেহ তল্লাশী করে তার কাছে হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর