কাউখালী, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল সোমবার বিকালে বিদ্যালয়ের সম্মুখে প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, স্কুলের সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহাম্মেদ, শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল মামুন খান, মোঃ মোখলেছুর রহমান মহারাজ, দিপালী সাহা প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ টি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে মোট তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর