![কাউখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত পূর্নাঙ্গ কমিটি ঘোষনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/kaukhali-chatrolig_127790.jpg)
কাউখালী, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত পূর্নাঙ্গ কমিটি ঘোষনা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে মুজিব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল শহিদ, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার সহ আরও অনেকে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর