লালপুর (নাটোর) , ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা পওর বিভাগের বাস্তবায়নে পাবনা জেলার ঈশ্বরদী ইউনিয়নের কোমরপুর হতে সাড়া-বাউদিয়া এবং নাটোরের লালপুর উপজেলার তিলকপুর হতে গৌরীপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ আর সি.সি ব্লক স্থাপন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্লকের কাজ সম্পন্ন শেষে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম জয়, সাধারন সম্পাদক সেলিম রেজা, লালপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর