
কক্সবাজার, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সিনিয়ন সদস্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড.নিম চন্দ্র ভৌমিক বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের দাবি আদায়ের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
গত সোমবার রাত ৭টায় কক্সবাজারের সার্কিট হাউজস্থ হল রুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ১৯ দলীয় কনভেনশনের পক্ষ থেকে ৫দফা দাবি দেয়া হয়েছে। এসব দাবি আদায় করতে হলে কেন্দ্র থেকে শুরু করে তৃণমুল পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট দীপংকর বড়–য়া পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রবীন্দ্র বিজয় বড়–য়া।
আরও বক্তব্য রাখেন- জেলা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এ্যাডভোকেট প্রতিভা দাশ, সদর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাশ, চকরিয়া উপজেলা শাখার আহবায়ক রতন বরণ দাশ, মহেশখালী উপজেলার সভপতি মাস্টার জেমসেন বড়–য়া, টেকনাফের সভাপতি শিবু প্রসাদ ভট্টাচার্য্য, কক্সবাজার শহরের সাধারণ সম্পাদক সাগর পাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন- জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এ্যাডভোকেট লিপিকা পাল, শহর ঐক্য পরিষদের সভাপতি কিশোর বড়–য়া, মহেশখালী উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি সুশীল, মাস্টার বিধু ভুষন দে, সাধারণ সম্পাদক ডাক্তার রতন কান্তি দে, সদর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় আচার্য্য, চকরিয়া উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক সাংবাদিক মুকুল কান্তি দাশ।
আরও উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভা শাখার সদস্য সচিব সুনিপ দাশ সৌরভ, যুগ্ম-আহ্বায়ক রনজিত দাশ, কক্সবাজার শহর ঐক্য পরিষদের সহ-সভাপতি দেবাশিষ দাশ দেবু, সদর উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি মনি কাঞ্চন দে, চকরিয়া উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক লিটন কান্তি দাশ, সদর উপজেলার সাগর কান্তি রুদ্র, পলাশ কান্তি দে, জনি পাল, মহেশখালী উপজেলার উজ্জল কান্তি দে প্রমুখ।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি