![বদলগাছীতে হঠাৎ বৃষ্টিতে ইটভাটা মালিকদের লক্ষাধিক টাকার ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/vata_abnews_127799.jpg)
বদলগাছী (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে হঠাৎ বৃষ্টি হওয়ায় উপজেলার ইটভাটা মালিকদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে।
ইটভাটা মালিকেরা জানায়, গত সোমবার সন্ধ্যায় হঠাৎ আকাশের বৃষ্টি হওয়ায় আমাদের লক্ষ লক্ষ টাকার লোকসানে পড়তে হচ্ছে। বদলগাছী ইটভাটা মালিক সমিতির সহ সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, আমার ভাটার খলিয়ানে তৈরি করা কাঁচা ৭ থেকে ৮ লাখ ইট বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়েছে।
ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, বৃষ্টি হওয়ার মত পরিস্থিতি আগে বুঝতে পারলে পলেথিন দিয়ে কিছু ইট রক্ষা করা যেত। বৃষ্টির কারণে আমার ভাটারও প্রায় ৬ থেকে ৭ লাখ ইট নষ্ট হয়েছে। মন্ডল ব্রিক্স ভাটার মালিক মোঃ.দেলোয়ার হোসেন বলেন অতর্কিত এই বৃষ্টির কারণে কাঁচা ইট গুলো ঢেকে রাখার মত কোনো সুযোগ পাইনি ফলে আমার ৮ থেকে ৯ লাখ ইট নষ্ট হয়েছে।
উপজেলার বিবিসি ভাটার মালিক সহিদুর রহমান সহিদ বলেন, আমার ৪টি ইটভাটা মিলে প্রায় ২০ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে।
আর.এস.বি ভাটার মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, আমার ২ থেকে আড়াই লক্ষ কাঁচা ইট নষ্ট হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ভাটা মালিক সমিতির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, আমরা ইট ভাটা মালিকেরা সরকারী ট্যাক্স, ভ্যাট, কয়লা ও লেবার খরচ দিয়ে ভাটা ব্যবসায় তেমন লাভ হয়না। অন্যান্য বছরের তুলনায় এবছর কয়লার দাম বৃদ্ধি। এর মধ্যে অসময়ে বৃষ্টি হওয়ায় উপজেলার মোট দেড় থেকে ২ কোটি কাঁচা ইট নষ্ট হয়েছে। স
মিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, প্রতি লাখ কাঁচা ইট তৈরী করতে খরচ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি