![বদলগাছীতে ভারতীয় এ্যামপলসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/atok-abn4_127800.jpg)
বদলগাছী (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে মরণ নেশা ভারতীয় এ্যামপল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার এস আই মাহবুব হোসেন ও এস আই জোবায়ের হোসেন অভিযান চালিয়ে গোবরচাঁপাহাট বাজার হতে ২২শ’ পিস এ্যামপলসহ আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মাদক ব্যবসায়ী হল জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মোজাম্মেল হোসেন (৩৫)।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন বলেন, মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এ ব্যাপারে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি