![বদলগাছীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/accident_abenws_127801.jpg)
বদলগাছী (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, আজ মঙ্গলবার বেলা ১১টায় যাত্রীবাহী বাস (জি.আর ডিলাক্স নং-চট্ট-মেট্রো-চ-০৮৩০) জয়পুরহাট হতে নওগাঁ আসার পথে রামপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ২৫ জন আহত হয়। আহতদের বদলগাছী হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে বদলগাছী বৈরাগীপাড়ার অসিত কুমার ও বিশপাড়া গ্রামের আবু তাহের (৪০)কে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এছাড়া নান্দাশ গ্রামের জাহিদুর রহমান এর ছেলে জাকির হোসন ও মহত আলীর স্ত্রী সাজেদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি