![সাপাহারকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলব: কল্যান চৌধুরী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/sapahar-uno_127803.jpg)
সাপাহার (নওগাঁ) , ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর সাপাহার উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী বলেছেন, সৃষ্টিকর্তা সহায় থাকলে সাপাহার উপজেলাবাসীকে সাথে নিয়ে সকল সেক্টর কে দুর্নির্তী মুক্ত করার সর্বাত্বক চেষ্টা করে দুর্নিতীমুক্ত ও জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথাগুলি বলেন।
এ সময় তাঁর কথায় সকল সাংবাদিকগন উৎসাহিত হয়ে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন। কল্যান চৌধুরী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্চ উপজেলা হতে বদলী হয়ে সদ্য সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২২ফেব্রুয়ারী দায়ীত্বভার গ্রহণ করেন। এর পর দু’দিন জেলায় মিটিং শেষে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, সাংবাদিক নয়ন বাবু, আবুল হোসেন, নিখিল বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার সকল ভাল কাজে সাংবাদিকদের অগ্রণী ভুমিকা ও সহযোগীতা কামনা করেন।
এবিএন/নয়ন বাবু/জসিম/নির্ঝর