শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন

‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন

‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন

ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা- এ শ্লোগানে ফরিদপুরে অনলাইন আবেদনের উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোটাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে ও বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগীতায় আজ মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে ফের প্রেসক্লাবে এসে শেষ হয়।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, র‌্যাব-৮এর ফরিদপুরে কোম্পানী কমান্ডার রইচ উদ্দিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, জিটিভির ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন, জাগোনিউজের ফরিদপুর প্রতিনিধি এস.এম. তরুণসহ স্থানীয় সংবাদিকসহ বেশকিছু শিক্ষার্থী উদ্বোধনী র‌্যালীতে অংশ নেন।

পরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অতিথিবৃন্দ জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে www.jagonews24.com/makebanglaofficial লিংকটিতে আনুষ্ঠিকভাবে ভোট দেন। এছাড়া উপস্থিত সকলে তাদের নাম, ইমেইল ও মোবাইল নম্বরটি দিয়ে ভোট প্রদান করেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত