বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন চিলমারীর মেধাবী মেহেদী হাসান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন চিলমারীর মেধাবী মেহেদী হাসান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন চিলমারীর মেধাবী মেহেদী হাসান

চিলমারী(কুড়িগ্রাম) , ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও চিলমারীর সন্তান মেহেদী হাসান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ লাভ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাকে এ স্বর্ণপদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত এই কৃতী শিক্ষার্থী উপজেলার সবুজপাড়া গ্রামের মোঃ আকিবুল ইসলাম ও মোছাঃ আরজিনা বেগমের প্রথম পুত্র মোঃ মেহেদী হাসান। সে ২০১৬ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে জিপিএ ৪ এর মধ্যে সর্বোচ্চ ৩.৯১ অর্জন করেছে। মেহেদী হাসান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, প্রেসক্লাব,চিলমারীসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত