![হোসেনপুরে ১২ দিন ধরে প্রেমিকার অনশন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/hossainpur-girlfriend_127820.jpg)
হোসেনপুর, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : হোসেনপুরে বিয়ের দাবিতে ১২ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা দিলোয়ারা অনশন করছেন। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বোয়ালিয়ারচর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে দিলোয়ারা (২০) এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মতিন মিয়ার (২০) প্রেমের সম্পর্ক রয়েছে।
স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে গত ১৬ই ফেব্রুয়ারি কাতার প্রবাসী মতিন মিয়ার বাড়িতে এসে অনশন শুরু করেন দিলোয়ারা। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার উদ্যোগ নিয়েও তা ব্যর্থ হয়। এ ঘটনায় প্রেমিকের পরিবারের সদস্যরা গা ডাকা দিয়েছেন।
মেয়ে পক্ষের দিলোয়ারার বড়বোন ঝরনা খাতুন জানান, ছোট বোন দিলোয়ারাকে প্রেমিকের পরিবারের লোকজন মারপিট করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিষয়টি সুরাহা না হলে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে ছেলের পক্ষের মতিনের খালা হাজেরা খাতুন জানান, প্রেম ঘটিত বিষয়টি সাজানো ও মিথ্যা। এটা মেনে নেয়া যায় না।
স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল জানান, কাতার প্রবাসী মতিন মিয়া বাড়িতে আসার কথা রয়েছে। এ খবর পেয়ে মোবাইলে যোগাযোগ করে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে মেয়েটি অবস্থান নিয়েছে।
এবিএন/মোঃ খায়রুল ইসলাম/জসিম/নির্ঝর