![গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/road-accident@abnews24_127831.jpg)
গোপালগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিয়ানীর পোনা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালু ব্যবসায়ী শাহজাহান মোল্লা (৫০) ও ট্রাকচালকের সহকারী সোহাগ তালুকদার (১৮)। বাকি একজন নারী।
মুকসুদপুর উপজেলার সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে বাসের ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বাস ও ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ