![দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/abnews-24.bbb_127834.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর আশ্রায়নে প্রতিপক্ষের হামলায় আহত যুবক লাল্টু (২২) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। সে জামালপুর আশ্রায়ন এলাকার দুখু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ ফেব্রুয়ারী বিকালে উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউপির জামালপুর আশ্রায়নে প্রতিপক্ষ জরাফত আলীর ছেলে লালচাঁদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে লাল্টু কে গুরুতর আহত করে। এরপর লাল্টুকে প্রথমে দৌলতপুর ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে লাল্টু মারা যায়।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা