বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে সীমান্তে নিরাপত্তা শক্তিশালীকরণ বিষয়ে সেমিনার
বিজিবি সদর দপ্তরে

ফুলবাড়ীতে সীমান্তে নিরাপত্তা শক্তিশালীকরণ বিষয়ে সেমিনার

ফুলবাড়ীতে সীমান্তে নিরাপত্তা শক্তিশালীকরণ বিষয়ে সেমিনার

ফুলবাড়ী (দিনাজপুর), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরের হলরুমে চোরাচালান প্রতিরোধ অবৈধ অনু:প্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক পাচার বন্ধকল্পে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করণ বিষয়ে এক সেমিনার গতকাল সকাল সাড়ে ১০টায় বিজিবির হলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণেল মো. আনিছুর রহমান, সেক্টর কমান্ডার, বিজিবি দিনাজপুর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি।

সেমিনারের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম রেজাউর রহমান, পিএসসি, ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহাবুব, ২০ বিজিবি জয়পুরহাটের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক (এসি), মেজর এ এস এম রবিউল হাসান, অতিরিক্ত পরিচালক (অপারেশন), বিজিবি দিনাজপুর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশীষ কুমার মন্ডল, কম্পিউটার সাইন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রভাষক মোহাম্মদ সাইফ উদ্দীন দরুদ, সমাজ বিজ্ঞান বিভাগ, দিনাজপুরে প্রথম আলো প্রতিনিধি এস.এম আলমগীর, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল সবুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, মেজর মো. সাকিব, র‌্যাব-১৩ দিনাজপুর, মো. নূর ইসলাম, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রক দিনাজপুর, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল সবুর, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকলেছুর রহমান, বিরামপুরের মুকন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিনাইল ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ি ইউপির মওলানা নবিউল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্ণেল মো. আনিছুর রহমান, বিজিবি দিনাজপুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর সেক্টরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সেমিনারে বিজিবির কর্মকর্তা ছাড়াও পুলিশ সুপারের প্রতিনিধি, মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, উপস্থিত ছিলেন। পরিশেষে সেমিনারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচার, মাদক পাচার এর উপর গুরুত্ব দেওয়া হয়।

এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত