![জয়পুরহাটে মিশনের উন্নয়ন কর্মকান্ড ও হিসাব নিয়ে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/abnews-24.bbbbbbbb_127838.jpg)
জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে চার্চ্চেস অব গড মিশনের উন্নয়ন কর্মকান্ড, স্বাস্থ্যসেবা ও গত চার বছরে আয় ব্যায়ের হিসাব নিয়ে সাংবাদিক, সুশীল সমাজ ও খৃষ্টান প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের খঞ্জনপুরে ডিএমএসএস এর সভাকক্ষে এ মতবিনিময় সভায় চার্চ্চেস অব গড মিশনের সার্বিক পরিস্থিতি ও আয়ব্যয়ের হিসাব তুলে ধরেন সংস্থার ফিল্ড ডাইরেক্টর উত্তম দেওয়ান। মতবিনিময় সভায় উত্তম দেওয়ান জানান, মিশনের ভিতর একটি মহল তাদের অপকর্ম ঢাকতে সংবাদিকসহ ও সুশীল সমাজের মাঝে নানাভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এতে করে তিনি যেমন হেয় প্রতিপন্ন হচ্ছেন তেমনিভাবে খৃষ্টান সমাজও ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশ ও বিদেশে মিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজে পিছিয়ে পড়া খৃষ্টান জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি।
সভায় উপস্থিত ছিলেন- চার্চ্চেস অব গড মিশনের ফিল্ড কাউন্সিল’র চেয়ারম্যান প্রতাপ খন্দকার দুলাল, মিশনের ফিল্ড কাউন্সিল’র ভাইস চেয়ারম্যান ডাঃ জন কস্তা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী (জিপি), জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অপুর্ব সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজ ও খৃষ্টান প্রতিনিধিরা।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা