![দুর্গাপুরে বিদ্যুৎ বিভ্রাট চরমে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/durgapur_127841.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে গত এক সপ্তাহ ধরেই বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌচেছে। প্রায় প্রতিদিনই সকাল ৮টা থেকে ৯টা থেকে বিদ্যুৎ চলে যায়, দুই- একবার আসলেও টানা ৫ থেকে ৬ ঘন্টা পর এর দেখা মেলে।
এ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে কোন মাইকিং ছাড়া বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট স্থানীয় গ্রাহকগন বলেন, প্রতিদিন একই সময়ে ৫-৬ ঘন্টা পর বিদ্যুৎ আসলেও ৩-৪ ঘন্টা পর পুনরায় চলে যাওয়ায় হাট বাজারের নিত্য কাজ সহ দাপ্তরিক কোন কাজই করা সম্ভব হয়না।
এর কারণ জানতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, লাইনে কিছু সমস্যা রয়েছে তবে এস.টি লাইনের নিচে গাছের ডালপালা গুলো কাটার কারনেই এ বিদ্যুৎ বিভ্রাট। এ সমস্যা শেষ হতে আরো সপ্তাহ খানেক পর্যন্ত সময় লাগতে পারে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি