শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাংবাদিক শিমুল হত্যা মামলার ২ আসামীর শরীরে এখনও গুলি
মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন দাখিল

সাংবাদিক শিমুল হত্যা মামলার ২ আসামীর শরীরে এখনও গুলি

সাংবাদিক শিমুল হত্যা মামলার ২ আসামীর শরীরে এখনও গুলি

সিরাজগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক শিমুল হত্যা মামলার ১ বছর অতিবাহিত হলেও ওই মামলার ২ আসামীর শরীরে এখনও গুলি বহন করে চলছে। আদালতের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ড ওই দুজনের শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে ইতোমধ্যে প্রতিবেদন দিয়েছেন। গুলিবিদ্ধ শাহেব আলী (৩০) শাহজাদপুরের মনিরামপুর এলাকার হাজী আজাহার আলীর ছেলে এবং জহির আলী (৩২) একই এলাকার তোরাজ আলীর ছেলে। তারা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

সংঘর্ষের ঘটনার পর শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী লুৎফুন নেছা পিয়ারীর দায়ের করা মামলায় এ দুজনকে সাক্ষী করা হয়েছে। এ মামলার আইনজীবি সিনিয়র এ্যাড: রফিক সরকার জানান, সংশ্লিষ্ট আদালতে বাদির আবেদনের প্রেক্ষিতে শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারক মেডিক্যাল বোর্ড গঠন করে শাহেব আলী ও জহির আলীর শরীরের গুলি আছে কি না, তা পরীক্ষা করানোর জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জনকে নির্দেশ দেন। এরপর সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জন) ডা: আব্দুর রব্বান তালুকদারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেন। এই বোর্ডের চিকিৎসকরা শারিরীক পরিক্ষা করে আহতদের শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যই প্রতিবেদন দিয়েছেন।

এদের মধ্যে শাহেব আলীর ২ উরু ও ২ পায়ের পিছন দিকে অনেকগুলো সররা গুলি এবং জহির আলীর বাঁ পায়ের পাতার তলদেশে একটি সররা গুলি বিদ্যমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়। সিরাজগঞ্জ সিভিল সার্জনের মাধ্যমে মেডিক্যাল বোর্ডের এই প্রতিবেদন মঙ্গলবার শাহজাদপুর আমলী আদালতে দাখিল করা হয়েছে। বিচারক মো: হাসিবুল হক প্রতিবেদনটি আমলে নিয়ে ২ এপ্রিল শুনানীর দিন ধার্য্য করেছেন। এদিকে গুলিবিদ্ধ শাহেব আলী দাবী করেছেন, নিহত সাংবাদিক শিমুলের মাথা থেকে যে গুলি বের করা হয়েছে এবং আমাদের শরীরে যে গুলি আছে তা বের করে পরীক্ষা করলেই সাংবাদিক শিমুল কার গুলিতে মারা গেছে তা নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ, গত বছরের ২ ফেব্রুয়ারী শাহজাদপুরের পৌর মেয়র (সাময়িক বহিস্কৃত) হালিমুল হক মিরুর বাড়িতে হামলা, আওয়ামলীলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান। এ ব্যাপারে নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরুসহ অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় (সাময়িক বহিস্কৃত) মেয়র মিরু এখনও জেলহাজতে রয়েছেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত