![ফুলবাড়ীতে এনডিএফ কর্তৃক বন্যা পুনর্বাসনে সহায়তা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/abnews-24.bbbbbbbbbbbbbbb_127848.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের রজনীগন্ধা গ্রাম উন্নয়ন পরিষদ চত্ত্বরে ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) এর সহায়তায় বন্যা পরবর্তী পুন:বাসন শস্য চাষাবাদের জন্য সহায়তা প্রদান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের রজনীগন্ধা গ্রাম উন্নয়ন পরিষদ চত্ত্বরে ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনডিএফ এর সহায়তায় বন্যা পরবর্তী পুন:বাসন শস্য চাষাবাদের জন্য ১৬৫টি পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল। অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মমিনুল ইসলাম, সভাপতি, রজনীগন্ধা গ্রাম উন্নয়ন পরিষদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মেসমাউল সরকার ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার, উইলসন সরেন প্রোগ্রাম অফিসার, পঙ্কজ লাকড়া টেকনিক্যাল অফিসার, নিকানোর বাস্কে উপজেলা ম্যানেজার,ও নীলা পারভীন, ইউপি সদস্যা। এ সময় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঘউঋ) এর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা