শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ সভা

ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ সভা

ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ সভা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সহকারীদের নিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ২৫/২৬ ফেব্রুয়ারী ভুরুঙ্গামারী ৩২ কমিউনিটি ক্লিনিক ১ মাস ধরে বন্ধ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান রোকন ও সাধারন সম্পাদক আশরাফুল আলম জানান, খবরে প্রকাশিত সিএইচসিপির আন্দোলনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। তারা আরও বলেন, সিএইচসিপির আন্দোলন চললেও স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীগণ কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা বাবুল হোসেন। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের স্বাস্থ্যসহকারীগন এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এবিএন/এ এস খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত