শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ধামইরহাটে ছাত্রী অপহরণের চেষ্টায় ১১ জনের জেল, জরিমানা

ধামইরহাটে ছাত্রী অপহরণের চেষ্টায় ১১ জনের জেল, জরিমানা

ধামইরহাটে ছাত্রী অপহরণের চেষ্টায় ১১ জনের জেল, জরিমানা

ধামইরহাট (নওগাঁ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর ধামইরহাটে স্কুলবাস থেকে ছাত্রী অপহরণের চেষ্টা ১১ জনের জেল জরিমানা। জানা গেছে, গতকাল সোমবার ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ভিন্ন জগৎ বাসযোগে পিকনিকে যাওয়ার সময় ১০/১২ জন কিশোর বহনকারী একটি মাইক্রোবাস বার বার ঐ পিকনিক বাসটিকে বাঁধা দেওয়ার চেষ্টা করে এবং কিছু ছাত্রীকে উত্যক্ত করতে থাকেন। এক সময় কিশোরদের হাতে থাকা খেলনা পিস্তল দিয়ে অপহরন করার ভঙ্গিমায় মহড়া দেন। স্কুল কর্তৃপক্ষ কয়েকবার নিষেধ করার পরও তাদের কথা কর্ণপাত না করায় শেষ পর্যন্ত বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে গড়ায়।

গতকাল সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাইক্রো চালকসহ ১১ জন কিশোরকে আটক করে পুলিশ। এ সময় একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- তমাল (১৭), পিতা: মৃত নজরুল ইসালাম, সাং- উত্তর চকযদু, পবন আগার ওয়াল (১৬), পিতা: উত্তম কুমার, সাং- দক্ষিন চকযদু, সোহেল রানা (১৭), পিতা: আফজাল হোসেন, সাং- খয়ের বাড়ি, আরমান (১৭), পিতা: আনোয়ার হোসেন, সাং- দক্ষিন চকযদু, মিম হোসেন (১৪), পিতা: আলি আহম্মদ, সাং- মঙ্গলাকোটা, আনন (১৬) পিতা: মুজাফফর রহমান, সাং- উত্তর চকযদু, সোহাগ (১৬), পিতা: মোয়াজ্জেম হোসেন, সাং- খয়ের বাড়ি, মুরাদ হোসেন (১৭), পিতা: এনামুল হক, সাং- রামরামপুর, রাজু হাসান (১৭), পিতা: জাহিরুল ইসলাম,সাং- আংগরত,

আলআমিন (১৫), পিতা: আছির উদ্দীন, সাং- চকযদু ও মাইক্রো চালক মেহেদী হাসান (১৮), পিতা: জাইদুল ইসলাম, সাং- বীরগ্রাম সর্ব থানা ধামইরহাট, জেলা: নওগাঁকে গতকাল বেলা ১১ টায় পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া, ইভটিজিং এর অভিযোগ দেখিয়ে প্রত্যেক কিশোরকে ১০ হাজার টাকা করে জরিমানা ও মাইক্রো চালক মেহেদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এবিএন/আব্দুল্লাহ হেল বাকী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত