![হোসেনপুরে পোকার আক্রমন নিয়ন্ত্রণে পাচিং উৎসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127854.jpg)
হোসেনপুর (ঢাকা), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় পোকার আক্রমন নিয়ন্ত্রণে পাচিং উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়িমারা ব্লকে পাচিং উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুমা আক্তার, এসও মো. রফিকুল ইসলাম, এসএপিপিও মো. আজহারুল ইসলাম, ইউপি সদস্য রুবেল মিয়া প্রমুখসহ কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস জানান, ধানের জমিতে ডালপালা পুতে পাখি বসার ব্যবস্থা করে দিলে পাখি ক্ষতিকারক পোকা খেয়ে পোকার আক্রমন নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনতা ও উৎসবমুখর পরিবেশে পাচিং করানোর বিষয়ে প্রতিটি ব্লকে পাচিং উৎসবের আয়োজন করা হয়েছে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা