বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাগমারায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বাগমারায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বাগমারা (রাজশাহী), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, স্থানীয় সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ টি স্টল স্থান পেয়েছে।

বিজ্ঞান মেলা উপলক্ষে স্টল গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার লোকজনের ব্যাপক সমাগম ঘটেছে। আগামী প্রজন্মকে বিজ্ঞান সম্পর্কে জানার লক্ষে এই মেলার আয়োজন করা হয়।

এবিএন/শামীম রেজা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত