বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

বন্দরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

বন্দর (নারায়নগঞ্জ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে বন্দরের ধামগড় তালতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চিহিৃত ডাকাত স্বপন (৩৫) ও শান্ত (২৫)। পুলিশ তাদের কাছ থেকে রামদা, ছুড়া, চাপাতি, রড, পাইপ, গ্যাস কাটারসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। ধামগড় ফাড়ির ইনচার্জ কুতুব আলম জানান, ধামগড়ের তালতলা এলাকায় ১০/১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোষাকে ধামগড় পুলিশ ডাকাতদের ঘীরে ফেললে ডাকাতরা পুলিশের উপর হামলার চেষ্টা করে।

এ সময় ডাকাতরা এলোপাথারী ভাবে বিলে নেমে অস্ত্র ফেলে দৌড়ে পালাতে থাকে এর মধ্যে ২ ডাকাত বিলের পুকুরে ঝাপ দিয়ে পানিতে ডুব দিয়ে থাকে। এ সময় পুলিশ পুকুরটি ঘীরে ফেললে ডাকাতরা পানিতে ডুবে আমÍহত্যার হুমকি দেয়। পরে পুলিশ পানিতে নেমে তাদের আটক করে। পুলিশ আটককৃতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে আটক রাখে। এ ব্যপারে বর থানার ওসি শাহীন মন্ডল জানান, গ্রফতারকৃত ২ ডাকাত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের দলের অন্যান ডাকাতদের গ্রেফতার ।

এবিএন/নাসির উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত