![বন্দরে যুবককে কুপিয়ে জখম গ্রেপ্তার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127860.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : পূর্ব শত্রুতার জের ধরে নাসির (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখমের মামলায় ২ এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে বন্দর থানার জামাইপাড়া এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৬২(২)১৮ ধারা- ১৪৩/ ৩২৩/৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ দ.বি.। ধৃতরা হলো বন্দর থানার ২২নং ওয়ার্ডস্থ জামাইপাড়া এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে বিজয় (২১) ও লোহার পুকুরপাড় এলাকার মোখলেস মিয়ার ছেলে সুমন (২৪)।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৯টায় বন্দর থানার চৌধূরীবাড়ি এলাকার মুসলিম মিয়ার ছেলে মাসুদ, লোহার পুকুরপাড় এলাকার রবিন মিয়ার ছেলে জাহিদ ও একই এলাকার মোখলেস মিয়ার ছেলে মামুন, জামাইপাড়া এলাকার সাব্বির ও নাহিদ এবং একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বিজয়সহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর রাজবাড়ি এলাকার আমিন উদ্দিন মিয়ার বাড়ি ভাড়াটিয়া ফারুক মিয়ার ছেলে নাসিরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে ৮ আনা ওজনের চেইন ও পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে আহতের ভাই ঘটনার ওই রাতে বন্দর থানায় মামলা দাযের করলে পুলিশ মামলার এজাহারভূক্ত ৫নং ও ৭নং আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পলাতক রয়েছে। ধৃত ২ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসির উদ্দিন/জসিম/তোহা