পটিয়া (চট্টগ্রাম), ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে আলহাজ্ব মোহাম্মদ জাফর ইকবাল নামে এক ব্যক্তির জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ বিবাদীগণ জোরপূর্বক দখল পাঁয়াতারা চালিয়ে গৃহ নির্মাণ করার অপচেষ্টায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিরোধীয় ভূমির আমমোক্তানামা গ্রহণকারী হাজী মোহাম্মদ জাফর ইকবাল প্রতিকার প্রার্থণা করে চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি, র্যাব-৭ এবং পটিয়া থানায় বাদী হয়ে দক্ষিণ হরিনখাইন গ্রামের শেখ আহমদ মাঝির বাড়ির মৃত নবী খাঁ’র পুত্র রবিউল হোসেন (৩৮) সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় সাধারণ ডায়েরী নং-১৩৪৪/১৭ইং দায়ের করে। এর পূর্বে উক্ত বিরোধীয় জায়গা নিয়ে মৃত আহমদ রহমানের পুত্র মো: ইসহাক বাদী হয়ে মো: ইউসুফ গং এর বিরুদ্ধে পটিয়া সিনিয়র সহকারী জজ ১ম আদালতে অপর মামলা নং-১৩৫/০৭ইং চলমান রয়েছে।
আদালতের মামলাটি দীর্ঘদিন শুনানী শেষে গত ১৩ ফেব্রুয়ারী আদালতের এক আদেশ নং-৪৯ মূলে পক্ষগণকে সাক্ষী উপস্থাপনের মাধ্যমে মুল মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করে। একই সাথে পক্ষগণকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী ভূমিতে দখল রূপান্তর ও হস্তান্তর বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। কিন্তু প্রতিপক্ষ বিবাদীগণ তা না মেনে গায়ের জোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা গৃণ নির্মাণের কাজ চালাচ্ছে।
এতে বাধা দিতে গিয়ে পটিয়া উপজেলা আ’লীগ নেতা হাজী মো: জাফর ইকবালকে হত্যার হুমকি সহ নানান ধরণের ভয়ভীতি প্রদর্শণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে মর্মে প্রতিপক্ষ বিবাদীগণ আস্ফালন করে। এমতবস্থায় প্রতিপক্ষ বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে গৃহ নির্মাণের কাজ চালানোর ফলে যেকোনো মুহুর্তে বড় ধরণের খুন-কারাবী ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এব্যাপারে হাজী মো: জাফর ইকবাল চট্টগ্রাম পুলিশ সুপার সহ পটিয়া থানা পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। বর্তমানে সে প্রতিপক্ষ বিবাদগণের হত্যার হুমকিতে নিরাপত্তহীনতায় রয়েছেন বলে জানান।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/রাজ্জাক