![চট্টগ্রামে কাগজ কলে আটকা পড়ে শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/ctg_abnews24_127920.jpg)
চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রাম নগরীতে কাগজ কারখানার মেশিনে আটকা পড়ে মো. রাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রাকিব একই এলাকার আবদুল মান্নানের ছেলে।
আজ বুধবার সকাল ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদের নেট পেপার মিলে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদের নেট পেপার মিলে কাজ করার সময় অসতর্কতাবশত মেশিনে আটকে যায় রকিব। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।
এবিএন/জনি/জসিম/জেডি