
ঢাকা ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।
আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে।
আজ ১৬ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি ১৪৩৯ হিজরি এবং ২৮ ফেব্রুয়ািরি ২০১৮। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। এ তারিখে যদি আপনি জন্মগ্রহন করে থাকেন তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও অ্যামিথিস্ট।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে :
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) : আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা থেকে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আপনজন কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। নিজের সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর