![বোয়ালখালীতে বন্দুকসহ আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/arrest_abnews_127935.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বোয়ালখালীতে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক মনিতোষ চাকমা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল সরফভাটার বড়খোলা পাড়ার ওয়াগেলা মারমার ছেলে আছিং মারমা (২৮), তোয়াইয়া মারমার ছেলে প্রুতোয়াই মারমা (৩৭) ও রিঘাড মারমার ছেলে আদর্শ মারমা (৪২)কে আটক করা হয়।
এসময় তাদের কাছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/রাজু দে/জসিম/এমসি