![ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/bhola-work-shop-pic--2_127941.jpg)
ভোলা, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলায় দুর্যোগের ঝুকিঁ হ্রাস ও দুর্যোগকালীন সময়ের সাথে ক্ষাপ খাইয়ে নেওয়ার উপর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকে হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর তত্বাবধায়নে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব ড. মো: আতিকুর রহমান।
সভায় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এর সভাপত্বিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর শাফিন মাহামুদ, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, মনপুরা উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী, উপজেলা নিবার্হী অফিসার মৃধা মোজাহিদুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, কৃষি সম্প্রসারন এর উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মসূচী (সিপিপি) মো: শাহাবুদ্দিন মিয়া, জেলা ত্রান কর্মকর্তা( ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান। এসময় বক্তব্য রাখেন-যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ভোলা একটি দ্বীপ জেলা। এই জেলার প্রায় অর্ধ শতাধিক চর আঞ্চল রয়েছে। সেই সব চরে লক্ষাধিক মানুষ দুযোর্গ ঝুকিঁ নিয়ে বসবাস করে থাকে। বড় কোন দুর্যোগ হলে সেখানকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই সেই সব চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও বেড়িবাধঁ নেই। ফলে ঝুকিঁর মধ্যে সেখানকার মানুষ বসবাস করে থাকে। তাই চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, বেড়িঁবাধ, মুজিব কেল্লা নির্মাণ করার দাবী জানায়। পাশাপাশি দুর্যোগের সংকেত কিংবা দুর্যোগ সচেতনতা বৃদ্ধি করার কথা বলেন বক্তারা। এর জন্য দুর্যোগ এর সময় সকল বিভাগ সমন্বয় করে কাজ করার জন্য বলা হয়।
এসময় জেলা প্রশাসক সেলিম উদ্দিন বলেন, দুর্যোগ মোকাবেলায় আমরা সক্ষম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি। প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রকৃতির দুর্যোগ রয়েছে। তিনি বলেন, প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলার জন্য স্থানীয় মানুষের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজস্ব পদ্ধতিতে দুর্যোগ মোকাবিলার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষণ জরুরী।
এজন্য কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে এবং সব সময়ের জন্য প্রস্তুুতিমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বজ্রপাত নিরোধে সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক তালগাছ রোপণ করা হয়েছে। এছাড়াও যেকোন দুর্যোগের মূহুর্তে আগাম বার্তা জানতে ১০৯০ নম্বরে (চার্জ ফ্রি) কল করা যাবে বলে কর্মশালায় জানানো হয়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগের বিভিন্ন তথ্য তুলে ধরেন। কর্মশালায় কমিটির সদস্যগণ অংশগ্রহন করেন।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক