বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

যশোরের শার্শায় পিস্তলসহ আটক ১

যশোরের শার্শায় পিস্তলসহ আটক ১

যশোর, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : যশোরের শার্শায় পিস্তল গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ। আটক সোহান দক্ষিণ বুরুজবাগান গ্রামের পাগলা আজিজের ছেলে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, আজ বুধবার ভোরে নাভারন-সাতক্ষীরা সড়কের উপজেলার জামতলা নামক স্থানে সন্ত্রাসী অবস্থান করছিল এমন গোপন সংবাদে সেখানে পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী সোহানকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

সকাল ১০টায় আইনে মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে। মামলা নং ৩৫।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত