![জয়পুরহাটে হুন্ডির টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/arrest_abnews_127949.jpg)
জয়পুরহাট, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে বিভিন্ন মোবাইল কেম্পানীর বিপুল পরিমাণ সিমকার্ড, এক লক্ষ আটচল্লিশ হাজার চার শত পঞ্চাশ টাকাসহ তার্কিক হাসান (২৬) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ও অর্গানাইজড ক্রাইম সিআইডির সদস্যরা।
গ্রেফতারকৃত তার্কিক হাসান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেব গ্রামের তোরাব আলীর ছেলে।
অর্গানাইজড ক্রাইম ও ঢাকার সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরানাপৈল তিন মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট শহরের মৌসুমি মার্কেটের ২য় তলা তার কর্মস্থলে অভিয়ান চালিয়ে এক লক্ষ আটচল্লিশ হাজার চার শত পঞ্চাশ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানীর ৮৬টি সিম কার্ড, ৪টি মোবাইল সেট ও ৬টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তার্কিক জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলার প্রধান আসামী বলেও তিনি জানান।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি