শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্লাহ আল মাহামুদ জামান

পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্লাহ আল মাহামুদ জামান

পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্লাহ আল মাহামুদ জামান

বাউফল (পটুয়াখালী), ২৮ ফ্রেব্রুয়ারি, এবিনিউজ : নকলমুক্ত পরিবেশে চলমান এস.এস.সি ও সমমান পরীক্ষা নেওয়ার জন্য পটুয়াখালীর জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান।

উপজেলায় এ বছর ৫ ভেন্যুসহ মোট ১৭টি কেন্দ্রে এস,এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৬৩৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।

প্রতিবছর দেখা যায়, এসব কেন্দ্রে নকল প্রবনতা, বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ, স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপ, এক শ্রেণির অসাধু শিক্ষকেদের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অবৈধ সুবিধা প্রদান,এক কেন্দ্রের বিরুদ্ধে অপর কেন্দ্রের অভিযোগ অহরহ শোনা যেত।

উপরোক্ত ক্রটিসমূহ প্রতিরোধে এ বছর এস.এস.সি পরীক্ষা শুরু হওয়ার পূর্ব থেকে উপজেলা নির্বাহী অফিসার সকল পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই ১৭টি কেন্দ্রের সকল কক্ষে ১৭০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিবের কক্ষে রাখা হয়েছে মনিটরিং এর ব্যবস্থা। এতে কেন্দ্র সচিব, কেন্দ্র সুপার সবাই একই কক্ষে বসে পুরো পরীক্ষা হল মনিটরিং করতে পেরেছেন।

সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা শুরু হবার ফলে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে শিক্ষকরা জানান। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। গত ২৪ ফেব্রয়ারি (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনক মাহামুদ উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

সিসি ক্যামেরার মাধ্যমে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ভাবে পরীক্ষা নিয়ে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন রাখার জন্য গত ২৬ ফেব্রুয়ারি (রবিবার) জেলা দরবার হলে জেলা প্রশাসক মাছুমুর রহমান এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসাবে ঘোসনা করেন।

এ ব্যাপারে ইউএনও জানান এর অবদান তার একা নয়,বাউফল বাসির। এর পিছনে স্থানীয় এম,পি জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ, এর পরামর্শে, উপজেলা পরিষদ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা পেয়েছেন। তিনি আরো বলেন, আসন্ন এইচ.এস.সি ও সমমান পরীক্ষাও সিসি ক্যামেরার মাধ্যমে নেওয়া হবে।

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাউফল প্রেসক্লাবসহ সকল এনজিওদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত