শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাকুন্দিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ২৮ ফেব্রুয়ারি এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিনব্যাপী ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন ও পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ. রশীদ ভূইয়া এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সারোয়ার জাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ প্রমুখ।

এ সময় জেলার সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত