শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুরে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ সভা
ইউপি উপ-নির্বাচনে

শিবপুরে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ সভা

শিবপুরে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ সভা

শিবপুর (নরসিংদী), ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ৩জন আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরুজ আলী বেপারী। এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহসীন নাজির, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেরাজুল হক মেরাজ।

দুলালপুর ইউনিয়নের ৫৫জন কাউন্সিলারসহ আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে বঞ্চিত আওয়ামীলীগের ৩ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ১জনকে উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী করারও ঘোষনা দেয় এসময়। দুলালপুর ইউনিয়নের প্রবীণ নেতারা মনোনয়ন থেকে বাদ পড়ার সভায় এলাকাবাসীসহ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দুলালপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসা: মরিয়ম বেগম মুক্তাকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। এই নেত্রীর রাজনীতির বয়স মাত্র ২/৩ বছর। নবীণ এই নেত্রীকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নের প্রবীণ নেতারাও হতাশা হয়েছে।

এ ব্যাপারে মরিয়ম বেগম মুক্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে নৌকা প্রতীক দিয়েছে। আজ যারা নৌকার বিরুদ্ধে প্রতিবাদ সভা করে তারা কখনো আওয়ামীলীগের নেতাকর্মী হতে পারে না। এ ব্যাপারে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তিন জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মরিয়ম মুক্তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে। এখানে শিবপুর উপজেলা আওয়ামীলীগের কিছুই করার নেই।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল তিনি বলেন, গতকাল মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থী প্রতিবাদ সভা করায়, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত